গত ১৭ ডিসেম্বর পুর্ব বর্ধমান জেলার রায়না ২নং ব্লকে ঋণমুক্তি কমিটির উদ্যোগে ঋণগ্রস্ত মহিলাদের গণডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত হয়। শতাধিক মহিলা ও পুরুষ মিছিল করে বিডিও অফিসে জমায়েত হয়ে দীর্ঘ সময় বিক্ষোভ ও বক্তব্যের পর প্রতিনিধি দল বিডিও’র কাছে ডেপুটেশন দেয়।
দাবি ছিল
১) মাইক্রোফিনান্স সংস্থার এজেন্টদের ঋণগ্রস্ত মহিলাদের উপর জুলুম, অপমান অসম্মান ও নির্যাতন বন্ধ করতে হবে।
২) ২ লক্ষ টাকা পর্যন্ত গরিব জনগণের সমস্ত ধরনের ঋণ মুকুব করতে হবে।
৩) মাইক্রোফিনান্স সংস্থার উপর সরকারের নিয়ন্ত্রণ কায়েম করতে হবে।
তারপর মিছিল করে মাধবডিহি থানায় বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হয়। সমস্ত কর্মসূচির নেতৃত্ব দেন কুনাল বক্সী ও ঋণমুক্তি কমিটির এলাকার নেতা অশোক ভট্টাচার্য, স্বর্নময়ী রায় ও দীপা প্রামাণিক।