প্রায় বছর দু’য়েক কিডনি জনিত অসুস্থতা সয়ে গত ৫ নভেম্বর দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকে অবস্থিত শচীন্দ্র চন্দ্র চা বাগানের চাপাটি লাইনের বাসিন্দা কমরেড বান্ধনা ওরাওঁ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। ১৯৯৮ সালে তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠার কিছুদিন পর থেকেই চা শ্রমিকদের দাবিদাওয়ার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন। কমরেড বান্ধনা তাঁর সক্রিয়তা এবং নিষ্ঠা নিয়ে অচিরেই ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে ওঠেন। শ্রমিক আন্দোলন ছাড়াও সিপিআই(এমএল)-এর খড়িবাড়ি লোকাল কমিটির একজন লড়াকু সদস্য হিসাবে নকশালবাড়ি আন্দোলনের ৫০ বছর পূর্তি সহ অন্যান্য রাজ্য ও জেলা স্তরের কর্মসূচীগুলিতে সংগঠকের ভূমিকায় অংশগ্রহন করতেন। প্রতি বছর মে দিবস উদযাপনের প্রস্তুতি পর্বেতিনি মুখ্য ভূমিকা পালন করতেন। আগামীর আন্দোলনের প্রতিটি পর্যায়ে কমরেড বান্ধনা ওরাওঁ-এর অনুপস্থিতি গভীর ভাবে অনুভূত হবে। কমরেড বান্ধনা ওরাওঁ লাল সেলাম। গত ১২ নভেম্বর শচীন্দ্র চন্দ্র চা বাগানের চাপাটি লাইন সংলগ্ন ময়দানে প্রয়াত কমরেড বান্ধনা ওরাওঁ-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমরেড বান্ধনা ওরাওঁ-এর পরিবারের সদস্যসহ জেলা নেতৃবৃন্দ ও খড়িবাড়ি বাগান ও বস্তীর নেতৃস্থানীয় ইউনিয়ন ও পার্টি সদস্যরা। বক্তব্য রাখেন তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষে তাশিলাল ওরাওঁ, বন্ধুবেক, সুমন্তী এক্কা এবং জেলা পার্টির পক্ষে মোজাম্মেল হক ও অভিজিৎ মজুমদার। স্মরণসভা পরিচালনা করেন রাজ্য সদস্য পবিত্র সিংহ।