নদীয়া জেলার গাছা গ্রামের পার্টির ঘনিষ্ঠ দরদী মাসীমা কোহিনুর বেওয়া আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১২টায় বার্ধক্যজনিত কারনে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তিনি গাছা-শালিগ্রাম এলাকার পার্টি কর্মী আসারুদ্দিন (পচা) সেখের মা। নদীয়া জেলার ন'পাড়া শালিগ্রামের সংগ্রামী এলাকায় গোপন পার্টির সময়কাল থেকে দিনের পর দিন ধারাবাহিকভাবে, নিশ্চিত আশ্রয় দিয়ে,খাদ্য দিয়ে, পার্টিকে রক্ষা করার কাজে যে মহিলারা নীরবে অবদান রেখে গেছেন কোহিনুর বেওয়া তাঁদের অন্যতম। এলাকায় পুলিশী দমনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এ জন্য অন্যান্য মহিলাদের সাথে হেফাজতেও তাকে থাকতে হয়েছিলো। নদীয়া জেলায় পার্টি ও কৃষক সংগ্রাম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কমরেড কোহিনুর বেওয়া অমর রহে। তাঁকে জানাই লাল সেলাম।