বিকল্প মূল্যায়ন পদ্ধতি চাই।
ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিমা করতে হবে।লকডাউনে অনলাইনে পড়ানো সিলেবাসের অংশ থেকে প্রশ্ন করা যাবে না।
একান্তই কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে, ফেল করানো যাবে না।
এই উপরিউক্ত দাবিগুলিকে সামনে রেখে পাঁচটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে দেশব্যাপী প্রতিবাদ দিবসে সামিল হয়ে ৯ সেপ্টেম্বর হাওড়া জেলার বেলুড়ে সংগঠিত হল যৌথ কর্মসূচী।
আইসার পক্ষ থেকে বক্তব্য রাখেন আইসা হাওড়া জেলা সম্পাদক অঙ্কিত মজুমদার ও সর্বভারতীয় যুগ্ম সম্পাদক নীলাশিস বসু, এসএফআই-এর তরফ থেকে বক্তব্য রাখেন জাতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর ও এআইএসএফ-এর তরফ থেকে বক্তব্য রাখেন সৌরভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএফআই-এর লোকাল সম্পাদক কুমারদীপ মুখার্জি। প্রোগ্রামের শেষে স্লোগান ও প্রতীকী পথ অবরোধের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
রিপোর্ট - অঙ্কিত