মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা স্মৃতি থেকে এখনও ফিকে হয়নি। আবারও আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের গুলি গেলেন জ্যাকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গ। একটা নয়, পর পর সাতটা। অপারেশন সফল হওয়ায় তিনি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু আমেরিকায় আবার শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনের এই নতুন তরঙ্গ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। গাড়িতে ওঠার সময় কেনোশা পুলিশ পিছন থেকে গুলি করে ওই কৃষ্ণাঙ্গকে। ব্লেক ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র। তাও এভাবে তাকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল। এ খবর ছড়িয়ে পড়া মাত্র দাবানলের মতো বিক্ষোভের আগুন ছড়ায়। সম্প্রতি পুলিশের হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর জেরে একবার উত্তপ্ত হয়েছিল আমেরিকা। রবিবার রাতে আমেরিকার কেনোশা শহরের ঘটনা সেই নিভে আসা আগুন ঘৃতাহূতি দিয়েছে। বিক্ষোভকারীরা ট্রাক-সহ একাধিক গাড়িতে আগুন দেওয়াই শুধু নয়, রাস্তায় একাধিক জিনিস ভাঙচুর করেন। রাস্তার ধারের বহু ভবনের জানালার কাচ ঢিল মেরে ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের নিরস্ত্র করতে গেলে, সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভ আন্দোলন ক্রমশ ছড়াচ্ছে।
-- সৌভিক ঘোষাল