খবরা-খবর
বামপন্থী সংগঠনগুলির যৌথ কর্মসূচী নাদনঘাটে
vad

বিভিন্ন বাম-গণতান্ত্রিক গণ সংগঠন দেশজুড়ে গত ২৩ জুলাই যে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচী ঘোষণা করেছিল তার অংশ হিসেবে পুর্ব বর্ধমান জেলার বিভিন্ন পঞ্চায়েতে ডেপুটেশন সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্ত ২৩ জুলাই দিনটিকে রাজ্য জুড়ে লকডাউন ঘোষণার হওয়ায় ২৪ জুলাই পুর্বস্থলী-১ ব্লক-এর নাদনঘাট গ্রাম পঞ্চায়েতে যৌথ বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করা হল। এই ডেপুটেশনে জোরদার দাবি উঠে আসে ১০০ দিনের কাজ, জবকার্ড, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জবকার্ড ও কাজ পাওয়ার ব্যাপারে পঞ্চায়েতের উদাসীনতার বিরুদ্ধে ও দলবাজির বিরুদ্ধে। বিক্ষোভসভায় বক্তব্য রাখেন আয়ারলার জেলা কমিটির সদস্য ইব্রাহিম সেখ যিনি নিজেও একজন পরিযায়ী শ্রমিক। তিনি তাঁর বক্তব্যে কেরলে থাকাকালীন পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার মোকাবিলার জন্য সিপিআই(এমএল) লিবারেশনের ভূমিকা ও গ্রামে ফেরার পর পরিযায়ী শ্রমিকদের কাজ ও জবকার্ডের দাবিতে আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। পঞ্চায়েত সদস্য, সুপারভাইজারের কাছে দাবি জানিয়ে কোন ফল না হলে প্রধান অফিসে বারবার সংগঠিতভাবে যাওয়ার পরেও কাজ এবং জবকার্ডের আবেদন পর্যন্ত নিতে রাজি হল না। বাধ্য হয়ে বিডিও অফিসে ডেপুটেশন ও আবেদন জমা দেওয়ার পর ইসলামপুর গ্রামের পরিযায়ী শ্রমিক সহ সমস্ত গ্রামীণ গরিবদের কাজ দিতে বাধ্য হয়। আন্দোলনের ফলে ৭ বছর পর প্রথম ইসলামপুর গ্রামের মানুষ কাজ পেলেন। ডেপুটেশনে সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে নাদনঘাট লোকাল কমিটির সম্পাদক জিয়াদুল সেখ এবং সিপিআই(এম) নেতৃত্ব বক্তব্য রাখেন। ‘প্রধান’ দাবিগুলোর ব্যাপারে সহমত পোষণ করেন এবং যথাসাধ্য সমাধানের প্রতিশ্রুতি দেন।

খণ্ড-27
সংখ্যা-26