চিরবিদায় নিলেন দমদমের কমরেড মাসীমা রানু দাশগুপ্ত
mmm

১৬ আগস্ট দমদমের কমরেড ‘মাসিমা’ রানু দাশগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি এবং পার্টি শোকাহত। মাসিমা গোপন পার্টি জীবনের সময় থেকে পার্টির একজন দরদী এবং সহযোগী ছিলেন। তাঁর ছেলেরা, বিকাশ ও বিমান, তখন থেকেই পার্টি কর্মী। তাঁদের বাড়ি গুরুত্বপূর্ণ আশ্রয় হিসাবে কমরেডরা নিয়মিত ব্যবহার করতেন। এব্যাপারে মাসিমা এবং পরিবারের সকলের সহযোগিতা না থাকলে তা সম্ভব হোত না। আমি যখন উত্তর ২৪ পরগণায় কাজ করতাম তখন কমরেড মাসিমার বাড়ি পার্টির মিটিং এবং আশ্রয়স্থল হিসাবে নিয়মিত ব্যবহার হোত। মাসীমা ঘরোয়া কথা থেকে পার্টির কাজ সবকিছুই আলোচনা করতেন। নিজে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিলেন। এই বাড়িতে কমরেড নাগভূষন পট্টনায়ক অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ছিলেন, পার্টির অনেক নেতৃস্থানীয় কমরেডরা, এমনকি বাংলাদেশ থেকে আসা অতিথিরা এই বাড়িতে আশ্রয় নিয়েছেন। মাসীমা পার্টির এবং কমরেডদের প্রতি তাঁর ভূমিকা পালন করে গেছেন। পরিবারের সকলের মাথার ছাতা ছিলেন। এই মাসীমা’দের অবদান অনেক সময় আড়ালে থেকে যায়। মাসীমার পরিবারের শোকের সাথে আমি ও পার্টি সহমর্মী ও সমব্যথী। মাসীমাকে মনে রেখে আমার এবং পার্টির পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও লাল সেলাম।

- মীনা পাল

খণ্ড-27
সংখ্যা-29