পুর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুর ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর তথা বন্ধন সহ অন্যান্য মহাজনী সংস্থার কাছে ঋণগ্রস্ত মেহনতিদের, বিশেষ করে মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে ব্রহ্মপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় ভবনে বৈঠক অনুষ্ঠিত হল। শতাধিক মহিলা জমায়েত হন। বৈঠকে সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্পাদক কমরেড সলিল দত্ত উপস্থিত ছিলেন। ছিলেন আয়ারলার জেলা সম্পাদক কমরেড আনসারুল আমন মন্ডল। এর আগেও একবার বৈঠক হয়। ঋণফাঁদে জর্জরিত মানুষগুলো তাদের সমস্যার কথা তুলে ধরেন। সাধারণভাবেই এই ধরনের মহাজনী সংস্থাগুলো যে ধরনের চুক্তিতে ঋণ দিয়ে থাকে সেভাবে পরিশোধ করে লাভবান হওয়া অসম্ভব। গরিব মেহনতিদের অর্থনৈতিক অসহায়তার কারণেই এই ঋণ নিতে বাধ্য হন। বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থতার কারণে, মেয়ের বিয়ে, অভাবের কারণে ও চাষের দেনা শোধ করার জন্য এই ধরনের ঋণ নেওয়া হয়ে থাকে এবং প্রতিদিন মজুরির থেকে সংসার খরচ বাচিয়ে এই ঋণ শোধ করার ব্যবস্থা হয়ে থাকে। স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের ঋণ ও এর থেকে আলাদা বড় কিছু নয়। বর্তমান লকডাউনের পরিস্থিতির মধ্যে মেহনতিদের মজুরি থেকে কিস্তির টাকা পরিশোধ অসম্ভব হয়ে উঠেছে। অনেকেই তাদের সমস্যার কথা তুলেছেন। ঋণমুক্তির আন্দোলনে আগ্রহ প্রকাশ করছেন। তাই ঠিক হয় আগামী রবিবার আবার আরও বেশি সংখ্যক মানুষের জমায়েত করে আলোচনার মাধ্যমে একটি ঋণ মুক্তি কমিটি গঠন করা হবে।