খবরা-খবর
নিরন্তর প্রচার ও আন্দোলনের আংশিক সাফল্য
how

গত একবছর ধরে হাওড়া জেলার সমস্ত সরকারী স্কুলে বিনা খরচে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচী নিয়েছিল হাওড়া আইসা জেলা কমিটি এবং দেওয়া হয়েছিল ডিএম ডেপুটেশন। এছাড়াও এই করোনা বিপর্যয়ের সময় লকডাউন অবস্থায় সমস্ত স্কুল গুলিতে ফি মুকুম ও অন্যান্য দাবিতে আইসা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিও প্রচার অভিযান চালিয়ে ছিল। সেই দাবিকেই আংশিক মান্যতা দিয়ে বালি বিধানসভা অঞ্চলের স্কুল গুলিতে এই নির্দেশটি জারি করে বালি বিধানসভার বিধায়িকা। এই নির্দেশ অনুসারে বালি বিধানসভার স্কুল গুলিতে লকডাউন পর্যায়ের তিন মাসের স্কুল ফি, অ্যাডমিশন ফি ও বাস ভাড়া মুকুব করা হয়েছে। এই নির্দেশিকাকে সামনে রেখে আবার আইসা হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে হাওড়ার জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে ও জেলার অন্য বিধায়ক দের সাথেও যোগাযোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

খণ্ড-27