শোক সংবাদ
obi

কমরেড অঞ্জলি দাস

com anjali

গত ২৬ মে কমরেড অঞ্জলি দাস আমাদের ছেড়ে চলে গেলেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর! হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের বেলমুড়ি গ্রামের ক্ষেতমজুর পরিবার থেকে আসা অঞ্জলি দাস ছিলেন আমাদের লড়াইয়ের এক সৈনিক। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শাসক তৃণমূল কংগ্রেস যখন রাজ্যজুড়ে সন্ত্রাস নামিয়ে এনেছে, ধনেখালি ব্লকে বামফ্রন্ট ভুক্ত বামদলগুলির কোন প্রার্থী দিতে পারেনি, সেই পরিস্থিতিতে কমরেড অঞ্জলি সমস্ত সন্ত্রাসের মোকাবিলা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় কমরেড অঞ্জলিদি, গোলাপিদি, ধোনিদি রূপাদিদের মতো ক্ষেতমজুর পরিবারের মহিলাদের সম্মিলিত লড়াই ভোলার নয় । ফিডার রোডে কমরেড চারু মজুমদারের মূর্তি প্রতিষ্ঠায় তাঁর পুরো পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অঞ্জলি দাস ও তাঁর স্বামী রবিন দাস ছিলেন পার্টির প্রতি নিবেদিত এক পরিবারের দুই কমরেড, শাসকদলের অত্যাচারকে যাঁরা দৃঢ়ভাবে মোকাবিলা করেন। তাঁদের বাড়িতে পার্টির বহু মিটিং হয়েছে। মহিলা সমিতি, ক্ষেত মজুর সংগঠন এবং পার্টি সংগঠনের সামনের সারির কর্মী ছিলেন তিনি। তাঁর দু-দশকের সংগ্রামী জীবন আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। পার্টির জেলা কমিটি কমরেড রবিন দাস, পুত্র এবং ধনেখালি তথা জেলার পার্টি সদস্যদের শোকের সমান অংশীদার। কমরেড অঞ্জলি দাস লাল সেলাম !

হুগলি জেলা কমিটি
সিপিআই(এমএল) লিবারেশন

সাথী দেবকান্ত ঝা

কলকাতা গ্যাস ওয়ার্কাস ইউনিয়নের (এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত) সাথী দেবকান্ত ঝা করোনায় আক্রান্ত হয়ে গতকাল ২৬ মে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৭ মে ভোরে তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে ইউনিয়নের সম্পাদক সহ কয়েকজন সদস্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি ছিলেন বিহারের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। কমরেড দেবকান্ত ঝার প্রয়াণে এআইসিসিটিইউ এবং সিপিআই(এমএল) লিবারেশন গভীর শোক প্রকাশ করে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়।

 

সাথী ওসমান সেখ

নদীয়া জেলার গাছা শালিগ্রাম পশ্চিমপাড়ার পার্টির ঘনিষ্ঠ সমর্থক ওসমান সেখ গতকাল রাতে প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভূগছিলেন, লকডাউনের সময়কালে এবং তারও আগে একাধিকবার হাসপাতালে চিকিৎসা করান। ভুলুসাহেবের এলাকায় দীর্ঘদিন ধরে পার্টির সমস্ত কর্মকান্ডে যুক্ত থাকতেন। কমরেড ওসমান সেখ লাল সেলাম।

খণ্ড-27