কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরি ওয়ার্কার্স (পার্মানেন্ট) ইউনিয়ন-এর প্রতিরক্ষা শিল্পে কর্পোরেটায়নের বিরোধিতা
cossi

এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরি ওয়ার্কার্স (পার্মানেন্ট) ইউনিয়ন প্রতিরক্ষা শিল্পে কর্পোরেটায়নের বিরোধিতা করছে।

অতিমারিতে সবাই যখন নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলছে। কেন্দ্রীয় সরকার সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা শিল্প কর্পোরেটায়ন করার সিদ্ধান্ত নিল। ২৩-২৫ ফেব্রুয়ারী ২০১৯ সালে প্রতিরক্ষা শিল্পের ৪১টা ইউনিট কর্পোরেটায়নের বিরুদ্ধে ৭২ ঘণ্টা ধর্মঘটে সামিল হয়ে ছিলেন। কিন্তু মোদী অমিত শাহেরা কর্পোরেটায়ন করার নীলনক্সা তৈরি করতেই থাকে। তখন প্রতিরক্ষা শিল্পের সাথে যুক্ত কেন্দ্রীয় ফেডারেশনগুলো ২০ আগস্ট-১৯ সেপ্টেম্বর ২০১৯ এক মাসের ধর্মঘটের আহ্বান করে। সারাদেশের প্রতিরক্ষা শিল্পের শ্রমিকরা ধর্মঘটে সামিল হন। কেন্দ্রীয় সরকার ধর্মঘট চলাকালীন জানালো আপাতত কর্পোরেটায়ন করা হবে না। ৫ দিনের মাথায় ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এখন শ্রমিকরা গৃহবন্দি, এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি সরকার নির্লজ্জের মতো প্রতিরক্ষা শিল্পকে কর্পোরেটায়ন করলো। এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি ওয়ার্কার্স (পার্মানেন্ট) ইউনিয়ন প্রতিরক্ষা শিল্পের কর্পোরেটায়নের তীব্র বিরোধিতা করছে। ওয়ার্কার্স ইউনিয়ন আশা করে স্বাস্থ্যবিধি মেনে বিগতদিনের মতো এবারও কর্পোরেটায়নের বিরুদ্ধে সব ফেডারেশনগুলো এবং ইউনিয়ন এক সাথে বিভিন্ন ধরনের প্রতিবাদী কর্মসূচী পালন করবে।

এআইসিসিটিইউ
পশ্চিমবঙ্গ রাজ্যকমিটি

খণ্ড-27