মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, হাওড়া
মহাশয়া,
বিষয় - রাজস্থানের কোটায় আটকে পড়া পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের অবিলম্বে ফেরৎ আনতে হবে।
আমরা, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে, এই সময়ে লকডাউনের মধ্যে রাজস্থানের কোটায় প্রায় এক হাজারের অধিক পশ্চিমবঙ্গ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রী আটকে আছে। সেই সমস্ত ছাত্রছাত্রীরা নিয়মিত খাবার না পেয়ে শারীরিকভাবে ভেঙ্গে পড়েছে। উপরন্তু রাজস্থানে করোনা সংক্রমণের প্রভাব অত্যধিক হওয়ার ফলে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যান্য রাজ্য সরকার সেইসব রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করলেও পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি।
এই অবস্থায়, আমাদের দাবি, পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রীকে পর্যাপ্ত টেস্ট করিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক এবং তার পাশাপাশি রাজস্থান সরকারের সাথে কথা বলে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করুক।
ধন্যবাদান্তে,
আইসা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি