গুজরাট সরকারের সিদ্ধান্ত ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী পরিকল্পনাকে ধিক্কার : করোনা গুজরাট মডেলে আক্রান্ত শ্রমিক
grd

কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০ এপ্রিল থেকে কিছু ক্ষেত্রে লক ডাউন শিথিল করা হবে। গুজরাট সরকার 'হটস্পট' এলাকায় লক ডাউন শিথিল করছে না। কিন্তু কর্পোরেটদের লক ডাউনের সময়ের ঘাটতিকে মিটিয়ে অধিক মুনাফার রাস্তাতো ফেলে রাখা যায় না। তাই গুজরাট সরকার শ্রমিকদের কাজের ঘণ্টা বাড়িয়ে দিয়ে মজুরি সংকোচনের নির্দেশিকা জারি করল।

গুজরাট সরকার ফ্যাক্টরি অ্যাক্ট ১৯৪৮, ৫ ধারা মোতাবেক ৫১, ৫৪, ৫৫ এবং ৫৬ ধারাকে ছাড় দিল রেজিস্টার্ড ফ্যাক্টরিতে শ্রমিকদের সাপ্তাহিক কাজ, কাজের ঘণ্টা ও বিশ্রামে। গুজরাট সরকারের এই নির্দেশিকা ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এই নির্দেশিকায় বলা হল –

১) শ্রমিকরা দিনে ১২ ঘণ্টার বেশি বা সপ্তাহে ৭২ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না।
২) দৈনিক ৬ ঘণ্টা কাজ ৩০ মিনিট বিশ্রামের পর করতে হবে আবার দ্বিতীয় স্পেলের কাজ।
৩) মহিলাদের সন্ধ্য ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কাজ (রাতে) করানো যাবে না।
৪) বর্তমানে যে মজুরি পান তা ঘণ্টা প্রতি (৮ ঘন্টায় ৮০ টাকা পেলে ১২ ঘণ্টায় ১২০ টাকা) পাবেন।

ফলে ৮ ঘণ্টা কাজের সময়কে ১২ ঘণ্টা করে দেওয়া হল। যে আইন ছিল তা হল ৮ ঘণ্টায় ৮০ টাকা পেলে পরের ৪ ঘণ্টায় দ্বিগুণ অর্থাৎ ১২ ঘণ্টায় ১৬০ টাকা পেতেন। এখন ১২০ টাকা পাবেন অর্থাৎ ওভার টাইম তুলে দিয়ে ১২ ঘণ্টা কাজের নির্দেশিকা জারি হল এবং টাকাও অনেক কমিয়ে দেওয়া হল।

খণ্ড-27