খবরা-খবর
৮ জানুয়ারী ধর্মঘটের সমর্থনে অবস্থান

১৪ দফা দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে চলমান প্রচার কর্মসূচীর অঙ্গ হিসেবে দার্জিলিং জেলার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির আহ্বানে ২৩ ডিসেম্বর শিলিগুড়ি পোস্ট অফিসের সামনে দুপুর ১:৩০ থেকে বিকেল ৫:০০ পর্যন্ত অবস্থান কর্মসূচী চলে। অবস্থান কর্মসূচীর সভাপতিত্ব করেন সিআইটিইউ-র দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। ৮ জানুয়ারীর সাধারণ ধর্মঘট যে শুধুমাত্র একটি নিয়মমাফিক বার্ষিক বন্ধ না এইবারের সাধারণ ধর্মঘট শাসকের চোখে চোখ রেখে শাসকের ত্রাসের কারণ হয়ে ওঠার চ্যালেঞ্জ নেওয়া, কৃষক শ্রমিক, ছাত্র, যুবদের অধিকার বুঝে নেওয়ার নতুন লড়াইয়ের আরম্ভ, সে কথা শুরুতেই মনে করিয়ে দেন এআইসিসিটিইউ র দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ মজুমদার, এরপর একে একে বক্তব্য রাখেন এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক বাসুদেব বোস, সিআইটি ইউর গৌতম ঘোষ, বারো জুলাই কমিটির রামেশ্বর বক্সী, ইউটিইউসি-র বিকাশ সেন রায়, পেনশনারস যুক্ত মঞ্চের দীপেন কুন্ডা, গণসংস্কৃতি পরিষদের পক্ষে গৌতম চক্রবর্তী এবং এসএফআই-এর গৌরব সেনগুপ্তের আবৃত্তির মধ্যে দিয়ে মধ্য দিয়ে অবস্থান কর্মসূচী শেষ হয়।

খণ্ড-26
সংখ্যা-42