খবরা-খবর
বিহারে শিশুমৃত্যুর প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি

বিহারে প্রায় প্রতিদিন শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ৷ বিশেষ করে মজফ্ফরপুর অঞ্চলে প্রতিবছর শিশু মৃত্যুর এই মর্মান্তিক ঘটনাকে প্রতিহত করতে বিহার সরকার এখনও কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারলো না। বরং নানা অজুহাতে এই মৃত্যুর দায় নীতীশ কুমার সরকার নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে। ইতিমধ্যে এই ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক ও জাতীয় ক্ষেত্রে রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছে। এর প্রতিবাদে, ২৪ জুন, কলকাতা পার্টি কমিটি, আইপোয়া, আইসা মিলিত ভাবে এক কর্মসূচি গ্রহণ করে। মৌলালী মোড় থেকে একটি মিছিল বেরোয়,যা নিকটস্থ এলাকায় পরিক্রমা করার পর ফের মৌলালী মোড়ে ফিরে এসে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারের কুশপুতুল দাহ করে। রাস্তা জুড়ে এই কুশপুতুল পোড়ানোর সময় পথচলতি মানুষ আগ্রহের সঙ্গে তা সমর্থন করে। বিহার সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়ে এই কর্মসূচি শেষ হয়।

খণ্ড-26
সংখ্যা-18